ডেস্ক রিপোর্ট ঃ
তিন মাস সাজা ভোগের পরও আলবিনের মুক্তি মেলেনি। দুই বছরেরও অধিক সময় ধরে সাতক্ষীরা কারাগারে মুক্তির অপেক্ষায় দিন কাটাচ্ছেন। তিনি জানেন না কবে তার মুক্তি মিলবে।
আলবিন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার চালিতাবুনিয়া গ্রামের মামার বাড়িতে থেকে পড়াশোনা করতেন। তার মামার নাম নেয়ামু ফরাজী। ১০ বছর ধরে তিনি এখানেই আছেন। এখানেই তার মামাতো ভাই সালমান ফরাজির সাথে বিয়ে হয়। আলবিনের বাবার বাড়ি ভারতের বেঙ্গালুরুর বানুসাংকারী গ্রামে। তার পিতার নাম সাদিক পাশা।
২০১৯ সালের ২০ আগস্ট মোড়লগঞ্জ থানার এসআই দীপঙ্কর দাস ৫৪ ধারায় আলবিন ও তার স্বামী সালমান ফরাজীকে আটক করে। পরবর্তীতে মামলা দিয়ে তাদের জেলহাজতে পাঠায়। মামলা নম্বর ০৪, তারিখ ০৪-০৯-২০১৯। জিআর নম্বর ২৮৪/২০১৯। তদন্তকারী কর্মকর্তা ৩০-০৯-২০১৯ তারিখে ১৯৫২ সালের কেন্টল অফ অফএন্টি অ্যাক্টের ০৪ ধারায় আলবিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলবিনকে ৩ মাসের কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা করেন, অনাদায়ে আরো এক মাসের জেল হাজতের আদেশ দেন। তার সাজা শেষ হওয়ার পর ভারতে পাঠাবার জন্য তাকে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়। আলবিনকে এখনো পর্যন্ত ভারতে পাঠানো হয়নি। মুক্তিও দেয়া হচ্ছে না। তার স্বামী সালমান ফরাজী প্রশাসন ও মানবাধিকার সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করেছেন।
পূর্ববর্তী পোস্ট