আহসান উল্লাহ বাবলু উপজেলা প্রতিনিধিঃ
আশাশুনিতে করোনা ভাইরাস সংক্রান্তে মাস্ক পরিধান ও সামাজিক দুরত্ব নিশ্চিতকরণের লক্ষে ভ্রাম্যমান আদালতে ২ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাস্ক পরিধান না করায় বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি মৎস্য সেটের আর এস ফিস এর প্রঃ আব্দুস সাত্তারকে ১ হাজার টাকা, মৎস্য সেট থেকে রফিকুল ইসলামকে ৫০০ টাকা, সনৎ কুমারকে ৫০০ টাকা, শাহাবুদ্দীন ও আমিরুলকে ৩০০ টাকা, সাইফুল ইসলাম ও জমাত আলীকে ৩০০ টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। এসময় জনস্বার্থে মাস্ক পরিধান নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অফিস সহকারি মোস্তাফিজুর রহমান ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট