আহসান উল্লাহ বাবলু:
আশাশুনিতে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ও সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন বাস্তবায়নের লক্ষে বাজার মনিটরিং, মাস্ক পরিধান নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৪টি মামলায় সর্বমোট ৪ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এর নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁনের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে গোয়ালডাঙ্গা বাজারের মৃত হযরত আলী ফকিরের ছেলে মুর্শিদ ফকিরকে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ৪০০০ টাকা জরিমান আদায় করেন। এছাড়া সরকারি নির্দেশ অমান্য করা, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মুখে মাস্ক ব্যবহার না করায় হেমায়েত মোল্লাকে ৩০০ টাকা, খরিয়াটি গ্রামের দিপু কুমার মন্ডল ও রতন মন্ডলকে ৩০০ টাকা, তুয়ারডাঙ্গা গ্রামের ইলিয়াস হোসেনকে ৩০০ জরিমানা করেন। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা বলেন, লকডাউন ভঙ্গ ও স্বাস্থ্য বিধি না মানলে সরকারের নির্দেশ ভঙ্গ করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও কঠোর শাস্তি প্রদান করা হবে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও অফিস সহকারি মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট