আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানার পুলিশ কর্মকর্তা এস আই শ্যামা প্রসাদ রায়ের বিরুদ্ধে চাঁদাবাজির সংবাদ প্রকাশের পর জাতীয় দৈনিক স্বাধীন সংবাদের স্টাফ রিপোর্টার আরিফুল ইসলামকে দফায় দফায় কৈফিয়ত তলব, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের ভয় ও প্রাণনাশের হুমকি প্রদান করা হয়েছে ।
সাংবাদিককে আশাশুনি উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবু জাহিদ সোহাগ তার বাউশুলি মৎস্য ঘেরে যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সাদিক আনোয়ার ছোট্টুর মারফত ডেকে নিয়ে সাংবাদিক কৈফিয়ত তলব ও মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর হুমকি প্রদান করেন। এরপর এস আই শ্যামার বিরুদ্ধে প্রকাশিত রিপোর্ট অনলাইন থেকে মুছে ফেলার কথা বলেন।
এসময় সোহাগের ইশারায় যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সাদিক আনোয়ার ছোট্টু সাংবাদিক আরিফুলকে পিটিয়ে মেরে ফেলার হুমকি প্রদান করে বলেন সাংবাদিকরা সব কসাই হয়ে গেছে। আশাশুনি প্রেসক্লাবে আমি তালা ঝুলিয়ে দিব।
অনুসন্ধানে জানা গেছে, এস আই শ্যামা ২০১৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সাতক্ষীরায় কয়েকটি থানায় কর্মরত ছিলেন । বর্তমানে তিনি আশাশুনি থানায় কর্মরত আছেন । তার বিরুদ্ধে বিএনপি জামায়াতের নেতা কমীদের উপর হামলা, মামলা ও ক্রস ফায়ারের ভয় দেখিয়ে জিম্মি করে অর্থ আদায় করার অভিযোগ রয়েছে । এফ হোসেন /এসট্রিবিউন।