নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরা আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া গ্রামে এক বৃদ্ধকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ২৯ শে এপ্রিল শুক্রবার জুম্মা নামাজ শেষে আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া জামে মসজিদ প্রাঙ্গনে ঘটে। আহত ব্যক্তি হলেন কাকবাসিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র আব্দুর রউফ(৭০)। ঘটনা সূত্রে জানা যায়, কাকবাসিয়া জামে মসজিদের মুতাওয়াল্লী ও মসজিদ কমিটির উপদেষ্টা আব্দুর রউফের উপরে কথাকাটাকাটীর জের ধরে জুম্মা নামাজ শেষে একই এলাকার ছাত্তার গাজীর পুত্র আজহারুল ইসলাম, মৃত মুনতাজগাজীর পুত্র শফিকুল ইসলাম, ছবোর গাজীর পুত্র কামরুল ইসলাম, ছাত্তার গাজীর পুত্র মনিরুল ইসলাম, মৃত মমতেজ গাজীর পুত্র ছাত্তার গাজীসহ একদল সংঙ্গবদ্ধ চক্র অতর্কিত হামলা চালায়। আহত আব্দুর রউফ এ প্রতিবেদককে জানান, ইট দিয়ে আমার মাথায় আঘাত করে।এক পর্যায়ে আমি আব্দুর গাজী মারাত্মক জখম হয়।পরে এলাকাবাসী উদ্ধার করে থানায় নিয়ে গেলে আশাশুনি থানার ডিউটি অফিসার আশাশুনি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করে। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত আব্দুর রউফ( ৭০) সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে। আহত আব্দুর রউফের মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। এ দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত আব্দুর রউফের পুত্র আশাশুনি থানায় একটি অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। এ বিষয় আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে দোসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয় হামলাকারী আজহারুল গংদের সাথে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
পূর্ববর্তী পোস্ট