নিজস্ব প্রতিবেদকঃ
লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া অসহায় নিম্নমধ্যবিত্ত দিনমজুর শ্রেণীর মানুষ যাদের রুজি রোজগারের কোনো উপায় নেই এমন অসহায় পরিবারের পাশে দাড়াতে ইউনাইটেড সাতক্ষীরা গ্রুপের ক্ষুদ্র প্রচেষ্টা শুরু হয়েছে। গতকাল থেকে চার উপজেলা (কালীগঞ্জ,আশাশুনি,কলারোয়া এবং সাতক্ষীরা সদর) মিলে মোট ২৫টি পরিবারের হাতে ইফতার ও বাজার সামগ্রী বিতরণ করেছেন পারিবারটি। ইউনাইটেড সাতক্ষীরা গ্রুপ কতৃপক্ষ
চাল, আলু, পেয়াজ, মুড়ি, চিড়া, চিনি, ছোলা, টোস্ট এবং সাবান বিতরণ করেন। তারা সাতক্ষীরার বাকি উপজেলা গুলোতেও এই কাজ অব্যাহত রাখবেন বলে এ প্রতিবেদককে জানান। এসময় উপস্থিত ছিলেন মো. জাহিদ, ফারুক আহমেদ, নাজিম হাসান।