নাহিদ হাসান : নেটজ বাংলাদেশ ও বিএম জেড এর সহযোগিতায় অগ্রগতি সংস্থা বাস্তবায়নে কয়রা উপজেলা সৃজন প্রকল্পের উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ধারাবাহিক সম্পদ বিতরণ হিসেবে উত্তর বেদকাশি ও কয়রা সদর ইউনিয়ানে ছাগল ও নৌকা বিতরণ করা হয়েছে। ২০ জুন মঙ্গলবার সকালে ছাগল ও নৌকা বিতরণ করা হয়।
ছাগল ও নৌকা বিতরণ করেন সৃজন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জনাব মোঃ মাহবুবুর রহমান, কয়রা সদর উপজেলার অগ্রগতি সংস্থা সৃজন প্রকল্পে কয়রা ইউনিট এর ইউনিট ম্যানেজার মোঃ আব্দুস সালাম
ও ইউনিট হিসাবরক্ষক জনাব রিপন সরকার ইউনিয়ন ফিল্ড ফেসালিটা মোঃ মোরশেদ আলম, ইউনিয়ান ফিল্ড ফেসালিটার প্রীতিকনা রায় প্রমুখ। এসময় এলাকা বাসী বলেন এই সম্পদ পেয়ে কয়রা উপজেলা উত্তর বেদকাশী ও কয়রা সদরন ইউনিয়নে মানুষ সাবলম্বী হতে পারবে। উল্লেখ যে ১২ অংশিজন এর মাঝে ২৫ টা ছাগল যার ক্রয়মূল্য ৯১৩০০ টাকা এবং ৭ জন অংশিজন এর মাঝে ৭ টি নৌকা যার ক্রয়মূল্য ৬৪৫০০/- টাকা বিতরণ করা হয়।