নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় এসে আমিরাতের সঙ্গে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির চুক্তি স্থগিত করলেও আশা ছাড়েনি সংযুক্ত আরব আমিরাত। সোমবার ওয়াশিংটনে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত ইউসেফ আল ওতেইবা জানান, যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনি এফ-৩৫ যুদ্ধবিমান সংগ্রহের ব্যাপারে সংযুক্ত আরব আমিরাতের আত্মবিশ্বাস রয়েছে।
ওয়াশিংটন ইনস্টিটিউট ফোরামের ভার্চুয়াল আলোচনায় দেওয়া বক্তব্যে ওতেইবা বলেন, পর্যালোচনা শেষে বাইডেন প্রশাসন আমিরাতের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে। এ ব্যাপারে জোরালো বিশ্বাস রয়েছে।
তিনি আরো বলেন, এফ-৩৫ সরবরাহের এই চুক্তির জন্য আমরা সবকিছু করেছি। চুক্তি পর্যালোচনা করলেই তারা এটি দেখতে পাবে। সেক্ষেত্রে দুই দেশের মধ্যকার এই সমঝোতা সামনের দিকে অগ্রসর হবে। অর্থাৎ আমিরাত চুক্তি অনুযায়ী সরবরাহ পাবে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের শেষ কর্মদিবসে সংযুক্ত আরব আমিরাতের কাছে ৫০টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া দেশটির ১৮টি আর্মড ড্রোনসহ আরও বেশ কিছু সামরিক সরঞ্জাম সরবরাহের চুক্তিতে স্বাক্ষর করেন তিনি।
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে সমরাস্ত্র বিক্রি স্থগিতের সিদ্ধান্ত নেয়। ফলে ট্রাম্পের স্বাক্ষরিত ২৩ বিলিয়ন ডলারের ওই অস্ত্র চুক্তির ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়ে।
দায়িত্ব গ্রহণের পর ২৭ জানুয়ারি নিজের প্রথম সংবাদ সম্মেলনেই সৌদি-আমিরাতের কাছে অস্ত্র বিক্রি নিয়ে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন।
তিনি বলেন, দেশ দুইটির কাছে সমরাস্ত্র বিক্রিতে আমাদের কৌশলগত লক্ষ্য ও পররাষ্ট্রনীতির বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে কিনা সেটি নিশ্চিত হওয়া প্রয়োজন। ফলে এক্ষেত্রে পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টিই এখন আমরা যাচাই বাছাই করছি।
সূত্র: রয়টার্স।