নিজেস্ব প্রতিবেদন :খুলনা জেলার কয়রা উপজেলায় নেটজ বাংলাদেশ ও বিএমজেড এর সহযোগিতায় অগ্রগতি সংস্থার বাস্তবায়নে ২৩শে জুলাই ২০২৩ রোজ রবিবার সৃজন প্রকল্পের আওতায় প্রকল্প অংশীজনদের জীবন-মান উন্নয়নের লক্ষ্যে আয় বর্ধন মূলক কার্যক্রম ধারাবাহিক
ভাবে সম্পদ বিতরণের অংশ হিসেবে উত্তর বেদকাশি ইউনিয়নের ১২ জন অংশীজনের ২৪ টি ছাগল প্রদান করা হয়। অংশীজনদের মাঝে সম্পদ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সৃজন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মাহাবুবর রহমান, কয়রা অফিসের ইউনিট ব্যাবস্থাপক আব্দুস সালাম, প্রকল্প হিসাবরক্ষক নাজমুল হক, ইউনিট হিসাবরক্ষক রিপন বিশ্বাস ফিল্ড ফ্যাসিলিটেটর মো: মোরশেদ আলম
এ সকল আয় বর্ধন মূলক সম্পদ পেয়ে সকল অংশীজনরা খুশি হয় এবং সপ্ন দেখে ঘুরে দাঁড়ানোর অংশীজনরা আরো বলেন বিএমজেড, নেটজ্ বাংলাদেশ ও অগ্রগতি সংস্থা তাদের মত আরো অসহায় হতদরিদ্র পরিবারের দুঃখ কষ্ট লাঘবে এগিয়ে আসুক।
পূর্ববর্তী পোস্ট