অনলাইন ডেস্ক: ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ আজ শুক্রবার। এবারের দিবসের প্রতিপাদ্য- ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ই অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদ্যাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে। আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন করা হয় কয়রা উপজেলা পরিষদে এই সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান জনাব এস,এম শফিকুল ইসলাম প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কাজী মোস্তাইন বিল্লাহ, কয়রা উপজেলা প্রেসক্লাবে সভাপতি মোস্তাফা শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মামুনুর রশিদ আরো উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থা সৃজন প্রকল্পে ইউনিট ম্যানেজার আব্দুস সালাম ইউনিট হিসাবরক্ষক রিপন সরকার ফিল্ড ফ্যাসালিটেটর শহিদুল ইসলাম, ফারহানা আহমেদ, বিজয় কৃষ্ণ মন্ডল,ও সাপোর্ট স্টাফ নাহিদ হাসান। এই সময় আলোচকরা বলেন ভৌগোলিক অবস্থানগত কারণে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ। গত দুই দশকে এ ভূখণ্ডে ১৮৫টি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় প্রান্তিক জনগোষ্ঠী। এই সময় আরো উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা ও বিভিন্ন এনজিও প্রতিনিধি সংবাদিক বৃন্দ। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে দুর্যোগ উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভগ কয়রা উপজেলা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা।