স্টাফ রিপোর্টার: কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামে।
সরজমিনে গিয়ে জানাযায়, বাটরা গ্রামের, শেখ আব্দুল মজিদএর পুত্র শেখ আনারুল ইসলাম গংদের সাথে একই এলাকার শেখ জালাল উদ্দিনের পুত্র আবু বক্কর সিদ্দিক গংদের কয়েক বছর ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল ।
এ ব্যাপারে আনোয়ারুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, গত রবিবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে বিবাদী পক্ষ আমাদের ভিটাবাড়ি জমি জায়গা দখল করার উদ্দেশ্যে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিতে থাকে। আমরা তাদের কথায় প্রতিবাদ করিলে পূর্বের পরিকল্পতভাবে বিবাদীগন হাতে লোহার রড, শাবল, ধারালো দা, বাশেঁর লাঠি নিয়ে আমাদেরকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে কাটা ফোলা জখম করে। বর্তমানে তারা তিন ভাই এক বোন কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ব্যাপারে বাটরা গ্রামের শেখ আব্দুল মজিদ এর পুত্র আনারুল ইসলাম বাদী হয়ে কলারোয়া থানায় বাটরা গ্রামের মৃত্যু শেখ জালাল উদ্দিনের পুত্র আবু বক্কর সিদ্দিক, রুহুল কুদ্দুস,স্ত্রী সুন্দরী খাতুন, ইদ্রিস আলী,স্ত্রী হালিমা খাতুন, আনিছুর রহমানের স্ত্রী নার্গিস পারভীনদের আসামি করে থানায় একটি এজাহার দাখিল করেন। তবে বিবাদী রুহুল কুদ্দুস মিথ্যা মামলায় আমাদের ফাঁসাতে আমাদের নামে থানায় এজাহার দিয়েছে বলে জানাগেছে।
এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দীন মৃধা বলেন, উভায় পক্ষ এজাহার জমা দিয়েছে। আইন অমান্যকারীদের ছাড় দেওয়া হবে না। ঘটনার তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে। এমতাবস্থায় রুহুল কুদ্দুস গং কর্তৃক মিথ্যা মামলা ও হামলার হাত থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।
পূর্ববর্তী পোস্ট