জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় আইনশৃংখলা কমিটির সদস্য ও পিস ক্লাব সদস্যদের মধ্যে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে ও পিস কনসোর্টিয়ামের সহযোগিতায় ওই সংলাপ অনুষ্ঠিত হয়। পিস কনসোর্টিয়ামের প্রকল্প ম্যানেজার সানাউল বাশারের সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি জেরিন কান্তা। এসময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা মৎস্য অফিসার রবিন্দ্র নাথ মন্ডল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোমেনা আকতার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার পিস কনসোর্টিয়ামের প্রকল্পের মনিটরিং এন্ড ডকুমেন্ট অফিসার মঈনুল আহম্দে, ফিল্ড অফিসার আল আমিন সহ অন্যান্যে সরকারী কর্মকর্তা ও পিস ক্লাবের সদস্যবৃন্দ। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও পিস ক্লাবের সদস্যরা সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠাসহ উগ্রপন্থা প্রতিরোধে এলাকায় সচেতনতা সৃষ্টি করতে কয়েকটি পরিকল্পনা গ্রহণ করে। স্থানীয় জনপ্রতিনিধি ও পিস ক্লাব সদস্যরা এলাকায় শান্তি-সম্প্রীতি স্থাপনে একসাথে কাজ করার সিদ্ধান্ত গ্রহন করেন।
পূর্ববর্তী পোস্ট