মোঃ হারুন-অর-রশিদ কালীগঞ্জ:
কালিগঞ্জ উপজেলার নলতায় বে সরকারী উন্নয়ন সংস্থা ইডা’র ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে
অনুষ্ঠিত হয়েছে শিক্ষক ও সুপার ভাইজারগনের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষনের উদ্বোধন অনুষ্ঠান। উপানুষ্ঠানিক ব্যুরো ঢাকার আয়োজনে ও বেসরকারী উন্নয়ন সংস্থা সাস ও সহযোগী সংস্থা ইডার বাস্তবায়নে বুধবার (১৭ আগষ্ট ) সকাল ১০ টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে ও ইডার প্রশিক্ষক মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা সাঈদ মেহেদী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক হিরামন কুমার বিশ্বাস, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল ও উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পের সিনিঃ প্রোগ্রামার ম্যানেজার হাবিবুর রহমান । স্বাগত বক্তব্য রাখেন বে সরকারী উন্নয়ন সংস্থা ইডা’র নির্বাহী পরিচালক আকতার হোসেন। বুনিয়াদী প্রশিক্ষনের প্রশিক্ষক আল আমিন প্রমুখ। ১২ দিন ব্যাপী প্রশিক্ষনে ২ জন ট্রেনার ৩৫ জন শিক্ষক ও ৩ জন সুপার ভাইজার মোট ৪০ জন। কালিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ৭০ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ঝরে পড়া শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার জন্য শিক্ষক ও সুপারভাইজারদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ১২ দিনব্যাপী এই প্রশিক্ষণ আগামী 29 শে আগস্ট পর্যন্ত চলবে। এরপরে দ্বিতীয় ব্যাস এর প্রশিক্ষণ শুরু হবে।
পূর্ববর্তী পোস্ট