মোঃ হারুন উর রশিদ, কালিগঞ্জ ঃদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান (এম ডিভি) কার্যক্রম ২০২৩ বাস্তবায়নে কালিগঞ্জ উপজেলায় অভিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগ নির্মূলে ব্যাপক হারে কুকুরের টিকাদান কার্যক্রমের অভিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, তিনি বলেন জনবন্ধব ও স্বাস্থ্যবান্ধব এ সরকারের মহতি উদ্যোগ জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কুকুরের ঠিকাদার কার্যক্রম আগামী ১০ ফেব্রুয়ারি 2023 থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কালিগঞ্জ উপজেলায় চলবে। কুকুরের ঠিকাদান কার্যক্রমে সচেতনতার লক্ষ্য পাড়ায় মহল্লায় সর্বস্তরে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেনেটারী ইন্সপেক্টর আব্দুস সোবান এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার উৎপল রায়, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেন, ডাক্তার হাসান জাফরী, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ হাসপাতালের ইপিআই টেকনিশিয়ান মশিউর রহমান, সভায় প্রজেক্টর এর মাধ্যমে জলাতঙ্ক রোগের বিভিন্ন বিষয়ে তুলে ধরেন ডাক্তার মোঃ দিলশাদ হোসেন, সভায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার ফাতেমা খাতুন সুমি সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের জেলা ইপিআই সুপারেনটেনডেন্ট এর সৈয়দ মিজানুর রহমান, সাংবাদিক জন প্রতিনিধি স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মী উপস্থিত ছিলেন। জলাতঙ্ক একটি ভয়ংকর মরণব্যাধি, এ রোগে মৃত্যুর হার শতভাগ। পৃথিবীতে প্রতি বছরের প্রায় ৫৯ হাজার মানুষ জলাতঙ্ক রোগে মারা যায়। জলাতঙ্ক রোগটি মূলত কুকুরের কামড় বা আচড়ের মাধ্যমে মাধ্যমে ছড়ায়। এছাড়া বিড়াল, শিয়াল, বেজি, বানরের কামড় বা আঁচড়ের মাধ্যমেও এ রোগ হতে পারে। বাংলাদেশে প্রতিবছর প্রায় চার থেকে পাঁচ লক্ষ মানুষ কুকুর বিড়াল শেয়ালের কামড় বা আচড়ের শিকার হয়ে থাকে। যাদের মধ্যে বেশি ভাগেই শিশু। এছাড়া প্রায় ২৫ হাজার গবাদী প্রাণী এ রোগের শিকার হয়ে থাকে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী ব্যাপক হারে কুকুরের জলাতঙ্ক প্রতিশোধক টিকাদান (এম ডি ভি) কার্যক্রমের আওতায় এ পর্যন্ত দেশে ৬৪ জেলায় সকল উপজেলায় কুকুরের টিকা দান কার্যক্রম চলছে। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচদিন ব্যাপী কুকুরের ঠিকাদান কর্মসূচি বাস্তবায়িত হবে। কালিগঞ্জ উপজেলার বারটি ইউনিয়নের সকল স্থানে পোষা ও বেওয়ারিশ কুকুরের টিকা দান কার্যক্রম চলবে। প্রতিটি টিমে দুইজন দক্ষ কুকুর ধরার লোক, একজন স্থানীয় কুকুর ধরার লোক, একজন টিকাদানকারী, একজন ডাটাবেজ কালেক্টর ও একজন ভ্যান ড্রাইভার নিয়োজিত থাকবে। তারা প্রতিটি স্থানেন শতকরা ৭০ ভাগের অধিক পোষা ও বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিশোধক টিকা প্রদান করবে।
পূর্ববর্তী পোস্ট