মোঃ হারুন-উর-রশিদ,কালিগঞ্জঃ
কালিগঞ্জ উপজেলার সামাজিক সম্প্রীতি কমিটির সমাবেশ ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা অডিটোরিয়াম এ সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় কালীগজ উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সদস্য সচিব ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রোকনুজ্জামান বাপ্পি, সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ হালিমুর রহমান বাবু, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার মিলন কুমার ঘোষ, সহ-সভাপতি রনজিত সরকার, কালিগঞ্জ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য এর প্রতিনিধি ও নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এর প্রতিনিধি ও ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলা দেবী মল্লিক প্রমূখ। বক্তারা বলেন ধর্মীয় অসচেতনতার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ফেসবুকের মাধ্যমে অপচর বন্ধ করতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা দেওয়া এবং ধর্মীয় সকল উৎসব যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সকলকে এগিয়ে আসতে হবে। এর আগে ২০ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে নটা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন উপলক্ষে এবং আইন-শৃঙ্খলার বিষয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ হালিমুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিন আলী মুন্সি মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেন রেডিও নলতা রেজিস্ট্রেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রেজাউল ইসলাম কাগজী সভায় সরকারি কর্মকর্তা বর্ডার গার্ড বিজিবি প্রতিনিধি ফায়ার সার্ভিস এর প্রতিনিধি আনসার ভিডিপি কর্মকর্তা সাংবাদিকবৃন্দ ও কালীগঞ্জ উপজেলার বারটি ইউনিয়নের বায়ান্নটি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এ বছর কালীগঞ্জ উপজেলার ৫২ টি পূজা মন্ডপে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে ইতিমধ্যে ৫ নম্বর কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ ২১ হাজার টাকা ব্যয় করে তার ইউনিয়নের সাতটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা বসিয়েছে এছাড়া নয় নম্বর মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম তার নিজস্ব অর্থায়নে পূজা মন্ডবগুলিতে সিসি ক্যামেরার ব্যবস্থা করেছেন অনন্য সকল পূজা মন্ডপ গুলিতেও সিসি ক্যামেরার আওতায় আনা হবে পুজোর দিনগুলিতে আইন-শৃঙ্খলা সার্বিকভাবে তদারকি করার জন্য মন্ডপ গুলিতে পুলিশ বাহিনীর পাশাপাশি রেপিড একশন ব্যাটালিয়ন রে্প পর্যবেক্ষণ করবে এছাড়া পূজা মন্ডপ গুলিতে আনসার ভিডিপি প্রতিনিধি গ্রাম্য চকিদার দফাদার ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। শারদীয় দুর্গাপূজার দিনগুলিতে উপজেলায় একটি কন্ট্রোল রুম খোলা থাকবে, এছাড়া সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা রাখার বিষয় এবং সার্বিক আইন-শৃঙ্খলা ও শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী পয়লা অক্টোবর থেকে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব শুরু হবে।
পূর্ববর্তী পোস্ট