হারুনার রশিদ, কালিগঞ্জঃ
কালিগঞ্জে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর ৪০তম বার্ষিক সাধারণ সভা ইউসিসিএ প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারী) বেলা ১২ টায় কালিগঞ্জ ইউসিসিএ লিঃ এর উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এস এম শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও ইউসিসিএ এর সদস্য সচিব রফিকুল ইসলাম, সমিতির ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি আবুল কালাম আজাদ, সদস্য ও কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যকারী কমিটির সদস্য এসএম গোলাম ফারুক, আশরাফ হোসেন ও মুয়ার্জীন আব্দুল খালেক ডাক্তার রমেশ চন্দ্র ঘোষ প্রমুখ। উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের প্রধান সহকারী শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন সাংবাদিক শেখ আল নুর আহমেদ ইমন প্রমুখ। সভায় কালিগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি এর সকল সদস্য উপস্থিত ছিলেন। বার্ষিক সভায় সমিতির সদস্যদের বিভিন্ন বিষয়ে অবদানের জন্য পুরস্কার প্রদান করা হয়।