মোঃ হারুনুর রশিদ, কালিগঞ্জ ঃ
মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয় এই প্রতিবাদ্য কে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালনে বুধবার বেলা ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি রেব হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সোবহানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ শংঙ্কর কুমার ঘোষ। স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসি জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আয়োজনে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ববিউল ইসলাম মুকুল, কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু , উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব কিশোর কুমার, পরিসংখ্যানবিদ ঝর্ণা সরকার, সিনিয়র স্টাফ নার্স (সুপারভাইজার) হালিমা খাতুন, সিনিয়র স্টাফ নার্স মর্জিনা খাতুন, ফতেমা খাতুন, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী তরিকুল ইসলাম প্রমুখ। জলাতঙ্ক রোগের ভয়াবহতা ও এর প্রতিকার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন না থাকায় সভায় উপজেলা সমন্বয় কমিটির সভায় উপস্থাপনের সিদ্ধান্ত হয়।