সাতক্ষীরায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি , নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, ভোলায় ছাএনেতা ও স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার প্রতিবাদ এবং বি, এন , পির, চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী কেন্দ্রীয় বি, এন, পির,কর্মসূচি অনুযায়ী কালীগঞ্জ উপজেলা বি, এন, পির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বি, এন, পির, আহবায়ক এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী।
প্রধান অতিথি ছিলেন বি, এন, পির, কেন্দ্রীয় কমিটির সদস্য , সাবেক এম,পি,কাজী মোঃ আলাউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা -৩ আসনের বি, এন, পির,প্রার্থী, কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ শহিদুল আলম , জেলা বি, এন , পির যুগ্ম আহবায়ক চেয়ারম্যান আব্দুর রউফ, যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব ।