সদর প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর উপজেলার আদরদাড়ী ইউনিয়নের কাসেমপুরে কুলিনপাড়ায় ভূমি অফিসের নায়েবের বাধাকে উপেক্ষা করে সরকারি রাস্তার উপর পাকা ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে কাসেমপুর গ্রামের মৃত আলি হোসেনের ছেলে বাদশার বিরুদ্ধে।
সরজমিনে গিয়ে জানা যায়, রাস্তা দখল করে পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করেন বাদশা । সরকারি রাস্তার উপরে বাড়ি নির্মাণ না করার জন্য এলাকাবাসী নিষেধ করলে ও তাদের নিষেধ কে অগ্রহ্য করে সম্পুর্ণ গায়ের জোরে রাস্তায় উপরেই সে এই বাড়ি তৈরি করছে । এলাকাবাসী আরো জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েকশত ভ্যান, পিকআপ ও মিনি ট্রাক চলাচল করে । কিন্তু রাস্তা দখল করে বাড়ি নির্মাণের কাজ অব্যাহত রাখার কারণে এই রাস্তা দিয়ে উক্ত যানবাহন গুলো আর চলতে পারছে না। কারণ হিসাবে দেখা যায় রাস্তা দখল করে বাড়ি নির্মাণের ফলে এখানে রাস্তায় প্রস্থ অনেক কম হয়ে গেছে। এলাকার সচেতন মহল গত কয়েক দিন আগে বিষয় টি ইউনিয়ন ভূমি অফিসের নায়েবকে জানালে তিনি নিজে এসে বাদশার বাড়ি নির্মাণের কাজ বন্ধ করে দেন। তার পরে ও থেমে নেই বাদশার বাড়ি নির্মাণ। রাতের আঁধারে কাজ করে আজ তার বাড়ি নির্মাণ প্রায় শেষের পথে । এবিষয়ে আদরদাড়ী ইউনিয়নের ভূমি অফিসের নায়েরের সাথে কথা বললে তিনি এই প্রতিবেদন কে জানান্ স্থানীয় সূত্রে সরকারি রাস্তা দখল করে পাকা বাড়ি নির্মাণের বিষয়টা আমি জানতে পারি। আমি বিষয়টি জানার সাথে সাথে নিজে ঘটনা স্থলে গিয়ে বাড়ি নির্মাণের কাজ বন্ধ করে দিয়ে আসি। এবং পরবর্তীতে কাজ না করার জন্য নিষেধ করে আসি। যদি নির্মাণ কাজ আবার ও শুরু করে তাহলে এলাকাবাসী বাদি হয়ে উপজেলা ভূমি অফিসে একটা লিখিত অভিযোগ দায়ের করুক। অভিযোগের কপি হাতে পেলে আমার কাজ করতে সুবিধা হবে।