মোঃ আকবর হোসেন,তালাঃ
শারিরীক প্রতিবন্ধী তালার মুক্তিযোদ্ধা কলেজের মেধাবী ছাত্র অভিজিৎ মন্ডল (২০) সুস্থভাবে বাঁচতে চাই। ক্রাচের উপর ভর দিয়ে চলা অভিজিতের একটি কৃত্রিম পায়ের জন্য সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা জন্য আকুতি জানানো হয়েছে। সে সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের খরাইল গ্রামের দীপঙ্কর মন্ডল এর পুত্র।
অভিজিত এবার তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ থেকে এইচ,এস,সি ৪.০৮ গ্রেডে পাশ করেছে। এস এস সি তে রেজাল্ট ছিল ৪.২৮। ইচ্ছা আছে ফিন্যান্স অথবা মার্কেটিংয়ে অনার্স পড়ার। তবে বাঁধা হয়ে দাড়িয়েছে নিজের প্রতিবন্ধিতাসহ দারিদ্রতার। একপায়ে চলাফেরা করতে কতই না কষ্ট পায় সে। জন্ম থেকেই তার ডান পা নেই। বর্তমানে সে ক্রাচের উপর ভর দিয়ে চলাফেরা করে। চতুর্থ শ্রেণিতে পড়াকালকালীন বে-সরকারি সাহায্য সেবী সংস্থা ডিআরআরএ প্রথমবার তার একটি কৃত্রিম পা সংযোজন করে। এরপর এস,এস,সি পাশ করার পর দ্বিতীয় বার একটি পা দেয় বর্তমানে সেটাও একবারে নষ্ট হয়ে গেছে। বর্তমানে তার চলাফেরা করতে খুবই কষ্ট হচ্ছে।
অভিজিতের পিতা দীপঙ্কর মন্ডল একজন ভূমিহীন দিন মজুর। মা ঝর্ণা রাণী মন্ডল অন্যের বাড়ীতে কাজ করে কোন রকম জীবিকা নির্বাহ করেন। দু’ভাইয়ের মধ্যে অভিজিৎ ছোট। বড় ভাই অনুকুল মন্ডল সাতক্ষীরা সরকারী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। উভয়ই টিউশনি করে পড়া-লেখা চালিয়ে আসছে।
শারিরীক প্রতিবন্দ্বী অভিজিতের পড়া-লেখার প্রতি রয়েছে অদম্য বাসনা। প্রতিবন্ধী হিসেবে পরের মুখাপেক্ষী হয়ে বেঁচে না থেকে পড়া-লেখা শিখে মানুষের নিজের পায়ে দাড়ানোসহ মানুষের সেবা করতে চায় সে। তবে পা না থাকায় টিউশনি টাও বন্ধ রয়েছে। অর্থাভাবে অনার্স ভর্তিতে ও নেমে এসেছে অনিশ্চয়তা। এই মূহুর্তে তার দরকার একটি কৃত্রিম পা।
অভিজিৎ জানায়, ছোট বেলায় যে বয়সে তার আর ১০ জন ছেলে-মেয়েদের সাথে খেলা ধুলা করতো তখন আমার খুবই কষ্ট লাগতো , ভীষণ খারাপ লাগত আমার। তবে এর জন্য সৃষ্টি কর্তাসহ বাবা-মাকে দোষারোপ না করে নিয়তিকে স্বাভাবিকভাবে মেনে নিয়েই সার্বক্ষণিক পড়া-লেখায মনোনিবেশ করি।
সরকারের পাশাপাশি বে-সরকারী পর্যায়ে কিংবা সমাজের বৃত্তবানদের প্রতি পড়া-লেখার সহযোগিতার পাশাপাশি একটি কৃত্রিম পা সংযোজন জন্য আশা বেধে আছে।
এ বিষয়ে তালা শহীদ মুক্তিযোদ্ধা কেেলজের অধ্যক্ষ মোঃ এনামুল ইসলাম বলেন, জন্ম থেকে অদ্যবধি প্রতিটি মূহুর্তে বেঁচে থাকতে সংগ্রাম করছে অভিজিৎ। সংগ্রামী মানষিকতাই একদিন হয়তো তাকে পৌছে দেবে সাফল্যের স্বর্ণ শিখরে। এর জন্য প্রয়োজন সামান্য সহযোগিতা। দেশের আনাচে-কানাচে বেড়ে ওঠা অভিজিতদের প্রতিভা বিকাশের মাধ্যম বা সারথি হিসেবে প্রয়োজন সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা। সকলের সহযোগিতায় বেড়ে উঠুক তারা, এমন প্রত্যাশা সকলের।
তালার জেঠুয়ায় বিশ্ব ভালবাসা দিবস উৎযাপন
মোঃ আকবর হোসেন,তালাঃ সাতক্ষীরা তালায় কপোতাক্ষ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে তালার জেঠুয়ায় বিশ্ব ভালবাসা দিবস পালিত হয়েছে।
১৪ ফেরুয়ারি (রবিবার) সন্ধ্যায় জেঠুয়া বাজারে কপোতাক্ষ নদ সংলগ্নে সংগঠনের কার্যালয় চত্বরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কবিতা উৎসব অনুষ্ঠিত হয়।
দিবসটি পালনের উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কপোতাক্ষ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি ও আইডুর নির্বাহী পরিচালক ইন্দ্রজিৎ দাস বাপী।
অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও তালা রির্পোটাসক্লাবের সভাপতি সাংবাদিক মীর জাকির হোসেন, কপোতাক্ষ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সিনিয়র উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, এম. মইনুল ইসলাম, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সসম্পাদক অধ্যক্ষ রাম প্রসাদ দাস এবং কপোতাক্ষ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের নেতা শিক্ষক আলমগীর হোসেন এর সঞ্চলনায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা অধ্যাপক এম এ গফ্ফার, মীর মহাসিন হোসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও তালা বাজার বনিক সমিতির সভাপতি সৈয়দ জুনায়েত আকবর, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি ও তালা সদর প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল জব্বার। কপোতাক্ষ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের নেতা কার্তিক চন্দ্র রায়, অধ্যাপক রফিকুল ইসলাম, প্রভাষক ইবাদুর রহমান, বিশিষ্ট ক্রীড়াবিদ শেখ আব্দুর রশিদ, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক জুলফিকার রায়হান, সদর প্রেসক্লাব এর সাধারন সম্পাদক মোঃ আকবর হোসেন, ইউপি সদস্য কালিদাস অধিকারী, পলাশ ঘোষ, বিশিষ্ট কবি গাজী আলিম উদ্দীন, আওয়ামীলীগ নেতা ওলিয়ার রহমান, সাংবাদিক রফিকুল ইসলাম, শাহিনুর রহমান, হাসান আলী বাচ্চু, সংগঠনের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সংগঠনের নেতা জাহাঙ্গীর মোল্যা, বিশিষ্ট কবি তপন পাল প্রমুখ বক্তৃতা করেন।
অনুষ্ঠানে বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার সাহিত্য প্রেমিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন ও কবিদের স্বরচিত কবিতা আবৃতি অনুষ্ঠিত হয়।