একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী ফকির আলমগীর ঢাকার ইউনাইটেড হাসপাতালের কোভিড ইউনিটে ভেন্টিলেশনে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক জনিত কারণে মারা গেছেন। গত শুক্রবার (২৩ জুলাই) রাত ১০টা ৫৬ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের আহবায়ক আলতাফ হোসেন, যুগ্ম আহবায়ক হাবিবুল বাসার ফারহাদ, সদস্য সচিব অসীম কুমার বিশ্বাস, সদস্য মুনসুর রহমান, আজিজুল ইসলাম ইমরান।
উল্লেখ্য, ফকির আলমগীর ১৯৫০ সালের ২১ ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙ্গা থানার কালামৃধা গ্রামে জন্ম গ্রহণ করেন। বাবা মো. হাচেন উদ্দিন ফকির, মা বেগম হাবিবুন্নেসা। ঐতিহ্যবাহী জগন্নাথ কলেজ থেকে স্নাতক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এমএ ডিগ্রি অর্জন করেন তিনি। গানের পাশাপাশি নিয়মিত লেখালেখিও করতেন তিনি। ‘মুক্তিযুদ্ধের স্মৃতি ও বিজয়ের গান’, ‘গণসংগীতের অতীত ও বর্তমান’, ‘আমার কথা’, ‘যাঁরা আছেন হৃদয়পটে’সহ বেশ কয়েকটি বই রয়েছে তাঁর।সংবাদ বিজ্ঞপ্তি