সাতক্ষীরা ট্রিবিউন রিপোর্ট ঃ সাতক্ষীরা শহরের প্রাণসায়র খালের খননকৃত উভয় পাশে মোমবাতি প্রজ্জলন করে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগ ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগীতায় এ মোমবাতি প্রজ্জলন করাহয়।
মোমবাতি প্রজ্বলন এর সময় সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, জেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ গনহত্যার শিকার সকল শহীদদের স্মরনে জেলাব্যাপী লক্ষ মোমবাতি প্রজ্জলনের অংশ হিসাবে প্রণসায়রের দু’পাশে এ মোমবাতি প্রজ্বলন করাহয়েছে।