নিজস্ব প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট বাজার এলাকায় ফের সক্রিয় হয়ে উঠেছে মাদকাসক্ত ও মাদক কারবারিরা। দীর্ঘদিন ধরে পুলিশের কঠোর অবস্থানের কারনে গাজীরহাট সহ আশপাশের এলাকায় মাদক অনেকটা নিয়ন্ত্রনে থাকলেও সম্প্রতি আবারো এসব এলাকায় মাদক কারবারি ও মাদকাসক্তদের উৎপাত বেড়েছে। স্থানীয় ব্যবসায়ী ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দারা জানায়, গাজীরহাট বাজার ও পাশ্ববর্তী ঋষি পল্লীতে প্রতিনিয়ত মদ, গাজা, ফেন্সিডিল ও ইয়াবা বেচাকেনা করছে একাধিক মাদক ব্যবসায়ী। তাছাড়া বন্ধ থাকা ‘এ ফিস’ নামক চিংড়ী সরবরাহকারী প্রতিষ্ঠানটির পরিত্যক্ত ভবন ও তার আশেপাশে নিয়মিত মাদকের আসর বসাচ্ছে এলাকার চিহ্নিত মাদক সেবীরা। স্থানীয়রা আরো জানান, জগন্নাথপুর গ্রামের সবুর সরদারের মাদকাসক্ত ছেলে কবির হোসেন (২৮) রীতিমতো ওই এলাকায় উৎপাত শুরু করেছে। গাজীরহাট বাজারে চায়ের দোকানের আড়ালে মাদক সেবন ও স্থানীয় যুবকদের কাছে মাদক সরবরাহেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইতোপূর্বে ২০১৬ সালে মাদক সেবনকালে গ্রেপ্তারও হয়েছিল সে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলাও রয়েছে বলে নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা যুবকেরাও মাদকের আগ্রাসনে ক্রমশ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে বলেও জানান স্থানীয়রা। তাই গাজীরহাট এলাকায় মাদক নিয়ন্ত্রনে অবিলম্বে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
পূর্ববর্তী পোস্ট