ফিরোজ হোসেন, সাতক্ষীরা : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহত ছাত্রজনতার সুস্থ্যতা কামনায় সাতক্ষীরায় মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) বাদজুম্মা শহরের সড়ক ও জনপদ (সিএন্ডবি) জামে মসজিদে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেব এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা বিএনপি সমন্বয়ক ও যুগ্ম আহবায়ক মো. হাবিবুর রহমান হাবিবের সহায়তায় এ দোয়া অনুষ্ঠানে মসজিদের সকল পর্যায়ের মুসুল্লিরা অংশ নেয়। এছাড়া
আলীপুর রাশিদা বেগম আব্দুস সাত্তার জামে মসজিদ কমপ্লেক্সসহ বিভিন্ন মসজিদে উক্ত দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরচার শেখ হাসিনার পুলিশ বাহিনীর গুলিতে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের আশু সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সড়ক ও জনপদ (সিএন্ডবি) জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম। উল্লেখ্য বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উক্ত কর্নসূচী ঘোষণা করেন। সেই কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার বিভিন্ন মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
পূর্ববর্তী পোস্ট