নিজস্ব প্রতিনিধি: “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০২জানুয়ারি-২০২৩ জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা, চেক ও হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ জানুয়ারি) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় সাতক্ষীরার আয়োজনে ও সাতক্ষীরার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহের সহযোগিতায় জেলা সমাজসেবা কার্যালয় সাতক্ষীরার উপ-পরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু,
জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনূজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ- পরিচালক মো. এ কে এম শফিউল আযম, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, ক্রিসেন্টের নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ
মুসফিকুর রহমান মিল্টন প্রমুখ। উল্লেখ
সমাজসেবা দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে ২ টি হুইল চেয়ার, ক্যান্সার আক্রান্ত মৃত ব্যক্তির ৫ টি পরিবারকে ৩০ হাজার করে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ ও প্রশিক্ষণাথীদের মাঝে সার্টিফিকেট বিতরণ,সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমাজসেবার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন সমাজসেবা রেজিষ্ট্রেশন অফিসার তরিকুল ইসলাম।
আলোচনা সভা ও উপকরণ বিতরণ শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এসময় সমাজসেবা কাযালয়ের কমকর্তা ও সামাজিক সংগঠনের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান