শাহ জাহান আলী মিটনঃ জান্নাতুল কুরআন মাদ্রাসা এর উদ্যোগে সুধী সমবেশ ও ওলামা মাশায়েক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সাতক্ষীরা মুনজিতপুরস্থ’ জান্নাতুল কুরআন মাদ্রাসা ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রভাষক আলমগীর করিবরের সভাপতিত্ব প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কামাল উদ্দীন মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, প্রয়োজনীয়তা ও জান্নাতুল কুরআন মাদ্রাসার বিশেষ বৈশিষ্টের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে হাঃ মাওঃ মিজানুর রহমান আজমী, মাওঃ নুরুল আফসার সহ সাতক্ষীরা শহরের বিভিন্ন মাদ্রাসার,খতিব,ওয়াক্তি ইমাম,মুয়াজিন, অবিভাবকসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কামাল উদ্দীন বলেন, আদর্শ জাতি গঠনে যুগোপযোগী সুশিক্ষায় শিক্ষিত করতে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই। প্রচলিত শিক্ষার পাশাপাশি নির্ভুল জ্ঞানের উৎস কুরআন-হাদিসের সিলেবাসের সমন্বয় ঘটিয়ে জান্নাতুল কুরআন মাদ্রাসা সর্বাধিক যুগোপযোগী বলে ইতোমধ্যে সর্বমহলে সমাদৃত হচ্ছে। তিনি আরো বলেন, কাঙ্খিত এ শিক্ষার গুণগত মান আজ যোগ্যতা, দক্ষতা ও আন্তরিকতার অভাবে দারুণভাবে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে বর্তমান শিক্ষা ব্যবস্থা৷ তাই মনোরম পরিবেশে উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্তদক্ষ শিক্ষক মন্ডলীর সমন্বয়ে আন্তরিক পাঠদান নিশ্চিত করার মিশন নিয়ে আমাদের পথচলা। আল-কুরআনের ভাষা হিসেবে আরবি, মাতৃভাষা হিসেবে বাংলা এবং আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজিকে সমান গুরুত্বারোপের মাধ্যমে সকলের স্বপ্ন পূরণ আমাদের ভিশন। ব্যক্তি ও জাতীয় জীবনে নৈতিক, মানবিক ও সামাজিক মূল্যবে প্রতিষ্ঠাকল্পে শিক্ষার্থীদের মননে, কর্মে, জীবনে উদ্দীপনায় সেরা মানুষ উপহার দেয়া আমাদের প্রাণপণ প্রচেষ্টা।