নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ জামায়াতে ইসলামীর শক্ত ঘাঁটি বলে খ্যাত সাতক্ষীরার জনপদ।
সাতক্ষীরা-২ আসন সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও সাতক্ষীরা পৌরসভা নিয়ে গঠিত। ১৯৯১ সালে দেশে সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ছয়বারের মধ্যে এ আসনে জামায়াত জিতেছে তিনবার, জাতীয় পার্টি একবার এবং আওয়ামী লীগ দুবার।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা সদর ধুলিহর ইউনিয়নের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা ২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার আমীর মাওলানা মেশাররফ হোসেন নায়েবে আমীর ও ফিংড়ি ইউনিয়ন পরিষদের সাবেক নির্বাচিত ও উপজেলা নায়বে আমীর মাস্টার হাবিবুর রহমান, সদর উপজেলার সহকারী সেক্রেটারী প্রফেসর সহিদুর রহমান, মাওলানা আব্দুস সবুর,ধুলিহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা মাস্টার আশরাফুজ্জামান খোকন, তালিমুল কুরআন বিভাগের সভাপতি ও ওলামা বিভাগের সেক্রেটারী, সাতক্ষীরা সদর উপজেলার শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোসলেম আলী,বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল করীম,সহসভাপতি বায়জীদ,সেক্রেটারী আবু তাহের সহ ধুলিহর ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ ।
এসময় বক্তারা বলেন, ইসলামি আন্দোলনের কোন বিকল্প নেই আগামীর বাংলাদেশ হবে ইসলামের আগামীর বিশ্ব হবে ইসলামের বাংলাদেশ আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আগামী সংসদ নির্বাচনে সকল ইসলামি আন্দোলনের জন্য কাজ করতে হবে।আগামী জাতীয় নির্বাচন আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। সুতরাং সকলকে আগামী সংসদ নির্বাচন এর জন্য সকলের সাথে কাধে কাধে মিলিয়ে কাজ করতে হবে। আর কর্মী ভাইয়েদের নিয়মিত কাজ করতে হবে কোথায় কোথায় সমস্যা আছে সেগুলোর চিহ্নিত করতে হবে।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী রবিউল ইসলাম।