মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জঃ
সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির বলেছেন কালিগঞ্জ উপজেলা একটি সমৃদ্ধ ও প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর উপজেলা। আমাদের কিছু সমস্যা আছে জাতীয় ও কিছু সমস্যা আছে আন্তর্জাতিক এবং কিছু সমস্যা স্থানীয়, এরমধ্যে স্থানীয় কিছু সমস্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সমাধান করবেন, বাকিগুলো আমি চেষ্টা করব। তিনি বলেন তেলের দাম বাড়লে পরিবহন খরচ অন্যান্য জিনিসের দাম বাড়ে, এতদিন তেলের ভর্তুকি দিয়ে এসেছে সরকার। বেশিরভাগ বিদ্যুৎ চলে ডিজেল দিয়ে ইউক্রেন ও রাশিয়ায় যুদ্ধের কারণে বিশ্ববাজারে পরিস্থিতি এমন হয়েছে দাম বৃদ্ধি পেয়েছে সে কারণে তেলের দাম বৃদ্ধি হয়েছে। তিনি আরো বলেন আমাদের বিদ্যুৎ সাশ্রয় করতে হবে, আগামী মাস থেকে সমস্যা কেটে যাবে রামপালে বিদ্যুৎকেন্দ্র চালু হলে এ সমস্যা থাকবে না ।আমরা সকলে মিলে এই পরিস্থিতি মোকাবেলা করব।, তিনি বলেন আমি এসেছি কৃষ্ণনগর ইউনিয়নবাসীর কথা শুনতে। সরকারের কাছে তাদের দাবি-দাওয়া, তাদের অভিযোগ, সুযোগ সুবিধার কথা সরাসরি শুনতে এবং সমাধান করতে। এত আয়োজনের প্রয়োজন ছিল না। তিনি গতকাল দুপুর ২ টায় কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং পরিষদের চত্বরে এলাকার জনসাধারণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এ সময় আরো বলেন ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরো সমৃদ্ধ ও উন্নয়ন হবে। কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীনের সভাপতিতে জেলা প্রশাসক মহোদয়ের আগমন উপলক্ষে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, এ সময় এলাকার জনসাধারণ জলবদ্ধতা নিরসন, ঘনঘন বিদ্যুৎ চলে যাওয়ার সমস্যা, রাস্তার পাশের বাজার ও শুকনো গাছ কাটা প্রসঙ্গে, মাদকদ্রব্য প্রতিরোধে করণীয় , এলাকার রাস্তাঘাট সংস্কার কিষান মজদুর স্কুলের যাতায়াতের রাস্তার সমস্যা রাস্তা ও মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয় সুধীবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন কিষান মজদুর স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, কৃষ্ণনগর ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন, কিষান মজদুর ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, আরিফুল ইসলাম, খোরশেদ আলী গাজী, মিয়ারাজ হোসেন,মিনা খাতুন, কলেজ ছাত্র আবিদ হাসান ইউপি সদস্য সাইফুল ইসলাম, কৃষ্ঞনগর ইউনিয়নের প্রাণিসম্পদ মাঠকর্মী সুশান্ত কুমার ঘোষ প্রমুখ। মত বিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তব কর্মকর্তা মিরাজ হোসেন খান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর সহধর্মিনী শিউলি পারভীন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ-সভাপতি বাবলা আহমেদ, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু, সাংবাদিক শিমুল হোসেন, শেখ ইমন, মোঃ আরাফাত মামুন হোসেন, জাহিদ ও আবুল হোসেন সহ কৃষ্ণনগর ইউনিয়নের বীর মুক্তিযুদ্ধবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক, ইউপি সদস্য সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জেলা প্রশাসক মতবিনিয়র সভা শেষে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপন করেন। জেলা প্রশাসক মহোদয় এর আগে সকালে কালীগঞ্জ পৌঁছিয়ে মৌতলা কমিউনিটি ক্লিনিক ও পরে বিষ্ণুপুর ইউনিয়নে জয়পত্রকাটি ভূমি অফিস পরিদর্শন করেন।
পূর্ববর্তী পোস্ট