ফিরোজ হোসেনঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা, ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ রবিবার সকাল ১০ টায় জেলা লেডিস ক্লাব ও সাতক্ষীরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জেলা মহিলা ক্রীড়া সংস্থ সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা লেডিস ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসক পত্মী মিসেস জেসমিন নাহার। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পত্মী মিসেস রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক পত্মী মিসেস মৌ রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পত্মী মিসেস মাহিনুর আক্তার টুম্পা, সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভানেত্রী এ্যাড. ফরিদা আক্তার বানু, মিসেস মারুফা আক্তার স্বপ্না, রাফিয়া বেগম, মিসেস রুপালী খান, মিসেস ইসমত আরা, লাবনী দত্ত, জ্যোৎস্না দত্ত , জেলা মহিলা অধিদপ্তরের জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা প্রমুখ। এ সময় বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।