স্টাফ রিপোর্টার : ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২২ উপলক্ষে সাতক্ষীরায় র্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ‘ভবিষ্যাৎ সুরক্ষায় ডায়াবেটিস শিক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকাল ১০টায় শহরের খুলনারোড মোড় এলাকায় বাংলাদেশ ডায়াবেটিক কেয়ার এন্ড ফিজিওথিরাপি সেন্টারের আয়োজনে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডায়াবেটিক কেয়ার এন্ড ফিজিওথিরাপি সেন্টারের চেয়ারপার্সন ডা. শেখ মাহমুদুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কার্যালয়ের অপরাধ শাখার পুলিশ পরিদর্শক মো. রেজাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই’র সাতক্ষীরা প্রতিনিধি এড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যো¯œা দত্ত প্রমুখ। আলোচনা সভা শেষে সাধারণ মানুষদের ফ্রি ডায়াবেটিস পরিক্ষা ও চিকিৎসাপত্র প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন চক্ষু চিকিৎসক ডা. মুজিবুর রহমান, ক্লিনিক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর ছিদ্দিক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতি ডা. শেখ মাহমুদুল হাসান বলেন, ‘বাংলাদেশে প্রায় ১ কোটি ৬০ হাজার মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত। ডায়াবেটিক সম্পর্কে আমাদের সচেতনতা প্রয়োজন। বিশ্বে প্রতি ১০ জনে একজন ডায়াবেটিস আক্রান্ত হচ্ছে। ৯০% এর অধিক ক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের যতœ তাদের নিজেকেই নিতে হয়। এজন্য ডায়াবেটিস শিক্ষা রোগীর জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার এবং নিয়ন্ত্রিত জীবনযাপন ডায়াবেটিসের সূত্রপাতকে বিরম্বিত বা প্রতিরোধ করতে পারে।’ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডায়াবেটিক কেয়ার এন্ড ফিজিওথিরাপি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আকবর আলী।
সাতক্ষীরা ট্রিবিউন / ফিরোজ হোসেন।