মোঃ আকবর হোসেন,তালা: তালা উপজেলায় সাত্তার মোড়ল এর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন অভিযোগ উঠেছে ৷ অভিযুক্ত স্বামী মাগুরা ইউনিয়নের ফায়েলা গ্রামের সোবহান মোড়লের পুত্র৷
এ ঘটনায় নির্যাতিত স্ত্রী ছালমা বেগম (৩৫) বৃহস্পতিবার (১৫ নভেম্বর ) তালা থানায় একটা লিখিত অভিযোগ করেছেন ৷
নির্যাতিতা ছালমা বেগম জানান,১৫ বছর পূর্বে সাত্তার মোড়লের সাথে আমার ইসলামিক শরিয়াত মোতাবেক বিবাহ হয়। আমাদের ০২টি পুত্র সন্তান আছে। আমার স্বামী সাত্তার প্রায় কারণে অকারণে আমাকে মারধর করে ও শারিরীক মানসিক নির্যাতন করে৷ আমাকে ঠিকমত খাওয়া পরা দেয় না।নির্যাতনের শিকার হয়েও তার সঙ্গে ঘর সংসার করছি ৷ সে আমাকে প্রায় সময় অশ্বীল ভাষায় গালিগালাজ করে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র সোমবার (১১ নভেম্বর) সকালে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে৷ গালিগালাজ করার কারণ জিজ্ঞাসা করার সাথে সাথে আমার স্বামী মাথাসহ সমস্ত শরীরে কিল, চড়, ঘুষি, লাথি মারে, পরে বাঁশের লাঠি দিয়া আমার সমস্ত শরীরে পিটাইয়ে ফোলা জখম করে। এখানে শেষ নয়, পরবর্তীতে সে আমাকে জীবনের মেরে ফেলার উদ্দেশ্যে, তার দুই হাত দ্বারা আমার গলা চেপে ধরে মেরে ফেলার চেষ্টা করে। এসময় আমার চিৎকারে প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে এসে স্বামী সাত্তারের হাত থেকে আমাকে উদ্ধার করে ৷ পরবর্তীতে আমাকে খুনজখম করার ভয়ভীতি দেখাইয়া একবস্ত্রে তার বাড়ি থেকে তাড়াইয়া দেয়। পরে আমি কোন উপয়ান্তর না পাইয়া আমার বাবার বাড়িতে চলে আসি৷ আমার বাবাকে সমস্ত ঘটনা জানাই। আমি একজন নির্যাতিত নারী হিসেবে আমার স্বামীর উপযুক্ত শাস্তি দাবী করছি। আর কোনো নারী এরকম নির্যাতনের শিকার না হয়।
এ বিষয়ে তালা থানার অফিসার্স-ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান – অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে