মীর ইমরান মাহমুদ, স্টাফ রিপোর্টঃ
সাতক্ষীরার তালায় আশা মন্ডলের উপর নির্যাতনকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে তালা প্রেসক্লাবের সামনে নাগরিক উদ্যোগের সহযোগিতায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা এবং বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এ মানববন্ধনের আয়োজন করেন।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এ তালা উপজেলা শাখার সভাপতি সভাপতি স্বরস্বতী দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিডিইআরএম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জয়ন্তী রানী মন্ডল,সাতক্ষীরা জেলা বিডিইআরএম সভাপতি দিলিপ কুমার দাস প্রমূখ। মানববন্ধ পরিচালনা করেন বিডিইআরএম জুয়েল সরকার।
উল্লেখ্য, ২০১৯ সালে তালা উপজেলার আশা মন্ডলের সাথে বিপ্লব দাসের বিয়ে হয়। বিয়ের পর যখন তারা জানতে পারে আশা মন্ডল দলিত সম্প্রদায়ের মেয়ে তখন থেকে তার উপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে। গত ৯/১১/২২ তারিখে তার শরীরে গরম পানি ঢেলে দিলে শরীরের ৫০% পুড়ে যায়। এ বিষয়ে তার পিতা একটি অভিযোগ দায়ের করেছেন।