মোঃ আকবর হোসেন,তালাঃ
সাতক্ষীরার তালায় ঐতিহ্যবাহি নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
তালাবাসির উদ্দ্যোগে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে, সোমবার (১১ জুলাই) বিকালে কপোতাক্ষ নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়৷ গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে নৌকা বাইচ দেখার জন্য কপোতাক্ষের দুই পাড়ে হাজারও মানুষের ঢল নামে।
নৌকা বাইচ প্রতিযোগীতায় সভাপতিত্ব করেন তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার অফিসার্স ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানসহ স্হানীয় আওয়ামীলীগে নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন ৷ এ সময় দলমত নির্বিশেষে হাজারও মানুষ এ ঐতিহ্যবাহি নৌকা বাইচ দেখতে কপোতাক্ষ নদের দুপাড়ে ভীড় করে ৷ প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করে খুলনা জেলার পাইকগাছা উপজেলার নৌকা ৷ প্রথম পুরস্কার ২০ হাজার টাকা প্রদান করা হয় ৷