মোঃ আকবর হোসেন ঃ
সাতক্ষীরা তালায় করোনা মহামারী ঠেকাতে তালা উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৪ এপ্রিল) উপজেলা সন্মেলন কক্ষে, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভ‚মি এস এম তারেক সুলতান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, তালা হাসপাতালের পঃপঃ কর্মকর্তা ডাক্তার রাজিব সরদার, তালা থানার অফিসার্স ইনচার্জ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানা ওসি তদন্ত মোঃ বাবলু হোসেন, মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ও জেলা বাকসিসের সভাপতি মোঃ এনামুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মফিজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়েদুল হক, মহিলা বিষয়ক কর্তকর্তা নাজমুন নাহারসহ উপজেলা অফিসের সকল অফিস প্রধানগন, তালা সদর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আকবর হোসেন, এনজিও প্রতিনিধি, তালা উপজেলা মসজিদের ইমাম মাওলানা তাওহিদুর রহমানপ্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে করোনা মোকাবেলায় বিস্তারিত পদক্ষেপ গ্রহন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। করোনা মহামারী ঠেকাতে প্রত্যেকে মাক্সপরা বাধ্যতামূলক করা, সকল নিত্য প্রয়োজনীয় দোকানপাট বা বাজার সকাল ৬.০০ ঘটিকা হতে সন্ধা ৬.০০ ঘটিকা পর্যন্ত খোলা রাখা, ভ্রাম্যমান আদালত পরিচালনা করার মাধ্যমে জরিমানা বা শাস্তি প্রদান করা। সামাজিক দুরত্ব বজায় রাখা, মসজিদের নামাজ আদায় করার সময় ৩ ফুট দুরত্বে দাড়ানো, সকল ওয়াজ মাহফিল, হিন্দু ধর্মাম্বলীদের যোগ্যসহ লোক সমাগন হয় এমন কার্যক্রম বন্ধ রাখা, কেরাম খেলা বন্ধ রাখা, বিবাহ বা শ্রাদ্ধো করার সময় সামাজিক দুরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে ব্যবস্থা করা বা যথা সম্ভব বন্ধ রাখা। বিনা প্রয়োজনে ঘর হতে বাহির না হওয়া, উপজেলায় সকল ইউনিয়নে করোনা প্রতিরোধে সচেতনতা মূলক মাইকিং করা, সকল চায়ের দোকানে ডিস লাইন বা টিভি চালানো বন্ধ রাখা। করোনা মোকাবেলায় সকল কার্যক্রম সঠিক ভাবে পরিচালনা করার জন্য পুলিশ বাহিনী, প্রশাসন সহ সকলের সন্মিলিত প্রচেষ্ঠা করার জন্য একমত পোষন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।