আক্তারুল ইসলাম সাতক্ষীরা ঃ
তালায় ভোগদখলীয় মৎস্য ঘের থেকে জোরপূর্বক প্রায় লক্ষাধিক টাকার মাছ লুট করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে তালার মাগুরা ইউনিয়নের বিশুকাটি-কাশিদাহ বিলের মৎস্য ঘেরে । সরেজমিনে জানা যায়, ১১ এপ্রিল রবিবার দুপুর ১২ টার সময় প্রতিপক্ষের হায়দার শেখ,হাবি শেখ,নাদিম শেখ,জাকির শেখ সহ ৮ থেকে ১০ জনের সঙ্গবদ্ধ দল জোরপূর্বক মৎস্য ঘেরে ঢুকে পড়ে। যে মৎস্যঘেরটি বিশুকাটি-কাশিদাহ বিলে রেকর্ডীয় জমিতে মাছ চাষ করে ঐ গ্রামের মৃত সামছু শেখের পুত্র সালাম শেখ। ঐ দিন দিনে দুপুরে প্রতিপক্ষরা জোরপূর্বক মৎস্য ঘেরে ঢুকে মাছ লুট করে পালিয়ে যায়। সালাম শেখ আরও জানায়,মাগুরা মৌজার জেল নং ৭১ এসএ খতিয়ান ৩১৮০ দাগ নং ৪৪৯৭,৪৪৯৯,৪৫০৩,৪৫০৪ দাগের এক একর জমিতে পৈত্রিক সুত্রে দীর্ঘদিন ধান ও মাছ চাষ করে ভোগ দখল করে আসছে।সম্প্রতি ঐ প্রতিপক্ষরা আমার মৎস ঘের থেকে প্রায় দেড় লক্ষাধিক টাকার মাছ জোর পূর্বক লুট করে নেয়। এ ঘটনায় ঐ চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা চলমান রেয়েছে। তারপর আবারও তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে। আমি দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি।
পূর্ববর্তী পোস্ট