মোঃ আকবর হোসেন,তালা(সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরা তালায় টিসিবির পন্য সংক্রান্ত বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
হয়েছে।
শনিবার(১৯ মার্চ) উপজেলা হলরুমে অনুষ্ঠিত প্রেস কনফারেন্স অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, তালা থানার ওসি তদন্ত মোঃ আবুল কালাম আজাদ, পাটকেলঘাটা থানার ওসি তদন্ত মোঃ বাবলুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানসহ ১২ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, তালা সদর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আকবর হোসেন, সিনিয়র সাংবাদিক এমএ ফয়সাল, সাংবাদিক সব্যসাচী মজুমদার বাপ্পী প্রমুখ সাংবাদিকবৃন্দসহ ডিলারগন উপস্থিত ছিলেন, উপজেলার ১২টি ইউনিয়নে সর্বমোট ১২হাজার ৪শত এক জনকে টিসিবির পন্য প্রদান করা হবে। এর মধ্যে ধানদিয়া ইউপিতে কার্ড সংখ্য ৬৯৩,তেতুলিয়া-১০৪৯ মাগুরা-৭৭১, তালা সদর-১২৩৩ খলিলনগর-১৩০৭, সরুলিয়া-১৩৯৭ জালালপুর-১০৪২,খলিষখালী-১২১০,খেশরা-১৩০২,নগরঘাটা-৭৯৬,কুমিরা-৭৬০ এবং ইসলামকাটি ইউনিয়নে ৮৪১টি। উপজেলায় ২০ মার্চ ধানদিয়া,কুমিরা,মাগুরা,খলিলনগর এবং সরুলিয়া এই ৫টি ইউনিয়নে টিসিবির পন্য প্রদান করা হবে। বাকী ৭টি ইউনিয়নে প্রদানের তারিখ জানানো হবে। টিসিবির মালের মুল্য তৈল প্রতি কেজি ১১০টাকা হারে ২কেজি। চিনি প্রতি কেজি ৫৫ টাকা হারে ২কেজি এবং প্রতি কেজি মুসুরীর ডাউল ৬৫ টাকা করে ২কেজি দরে প্রদান করা হবে। পুরো প্যাকেজ এর মুল্য ৪শত ৬০ টাকা নির্ধারন করা হয়েছে। বর্তমান কার্ডধারীরা ২বার এ টিসিবির পন্য পাবেন।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ মার্চ সকাল ১০টায় টিসিবির পন্য বিতরনের উদ্বোধন করবেন। বাংলাদেশে সর্বমোট ১কোটি পরিবার এ পন্যের আওতায় আনা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট