মীর ইমরান মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) সকালে শিল্পকলা একাডেমী মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস’র সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাডেমিক পরিদর্শক প্রভাষ কুমারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান।
বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) মুর্শিদা পারভীন পাঁপড়ি, তালা থানা অফিসার ইনচার্জ চৌধুরী রেজাউল করিম, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু প্রমুখ।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, মৎস্য কর্মকর্তা সিগ্ধ্যা খাঁ বাবলী, সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমীন, সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, সাস’র নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, উন্নয়ন প্রচেষ্টা’র সমন্বয়কারী মুজিবর রহমান এসময় উপস্থিত ছিলেন।
এরআগে একটি বর্ণাঢ্য র্যালী তালা উপশরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।