- তালায় যথাযথ মর্যাদায় ৫০তম বিজয় দিবস পালি
মোঃ আকবর হোসেন,তালাঃ
সাতক্ষীরা তালায় যথাযথ মর্যদায় ৫০তম বিজয় দিবস পালিত হয়েছে।
শুক্রবার(১৬ডিসেম্বর)তালা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে এ দিবসটি পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১( তালা-কলারোয়া)আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা ভাইচ চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মুরশিদা পারভিন পাঁপড়ী, সহকারী কমিশনার ভূমি মোঃ রুহুল কুদ্দুস, তালা থানার অফিসার্স ইনচার্জ চৌধুরী রেজা়েউল করিম, পাটকেলঘাটা থানার অফিসার্স ইনচার্জ কাঞ্চন কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সাবেক ডিপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়াদ্দারসহ বীর মুক্তিযোদ্ধাগন, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, তালা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও সাংবাদিক মীর জাকির হোসেন এর সঞ্চালনায়, প্যারেড কমান্ডার হিসেবে সফল ভাবে অনুষ্ঠান পরিচালনা করেন তালা থানার এস আই ইমন হাসান, অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা জাতীয় পাটির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম,তালা সদর প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল জব্বার, সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আকবর হোসেন,উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আওয়ামীলীগের সকল অংগ সংগঠন, বিএনপি, জাতীয়পাটিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ, শুধীজনসহ জনসাধারন উপস্হিত ছিলেন,
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারের বেদীতে পূষ্পামাল্য অর্পন, দোয়া ও মোনাজাত, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্তি ঘটে।
পূর্ববর্তী পোস্ট