মোঃ আকবর হোসেন, তালাঃ
সাতক্ষীরা তালায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার টিকিট পাওয়ার জন্য দৌড়ঝাপ শুরু করেছেন প্রার্থীরা ৷
তালা উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায় জানান, শুক্রবার(১২ মার্চ) সকাল পর্যন্ত ৪০৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৷ এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৭জন, মেম্বর পদে ২৭৩জন এবং মহিলা মেম্বর পদে ৯৭ জন নির্বাচন অফিস হতে মনোনয়ন ফরম কিনেছেন ৷
তিনি আরও জানান, তালা উপজেলা ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত ৷ প্রথম পর্যায়ে ১১টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এর মধ্যে তালা সদর, তেতুলিয়া এবং খলিলনগর এই ৩টি ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ৷ বাকী ধানদিয়া,নগরঘাটা,সরুলিয়া,খলিষখালী, , ইসলামকাটি, মাগুরা ,খেশরা, জালাপুর ইউনিয়ন এই ৮টি ইউনিয়নে ব্যালোটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ৷ কুমিরা ইউনিয়ন পরের ধাপে অনুষ্ঠিত হবে ৷
তবে আওয়ামীলীগের প্রার্থীরা নৌকার টিকিট পাওয়ার আশায় ঢাকায় অবস্হান করায়, অনেকেই মনোনয়ন পত্র কিনতে পারেনী বলে জানা যায় ৷
উপজেলায় ১১টি ইউনিয়নে নৌকার টিকিট পাওয়ার আশায় ৬৭ জন আবেদন করেছেন বলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক সুত্রে জানা যায়। বর্তমানে অধিকাংশ প্রার্থী চুড়ান্ত মনোনয়ন পেতে ঢাকায় অবস্হান করছেন বলে জানা যায় ৷
এদিকে বিএনপি হতে কোন প্রার্থী দেবে না বলে হাইকমান্ড হতে ঘোষনা দিলেও, চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনছেন বিএনপির নেতা কর্মীরা৷
নির্বাচনের তফশীল ঘোষনা হওয়ায় পর হতে উপজেলা ব্যাপী নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। প্রতিটি গ্রাম পাড়া মহল্লা,চায়ের দোকান চলছে প্রার্থীদের নিয়ে চুলচিরা বিশ্লেষন। প্রার্থীরা গনসংযোগসহ বিভিন্ন সভা সমাবেশ করে ভোটারদের মন জয় করার চেষ্ঠা করছেন ৷ তবে অনেক নেতা কর্মী আন্দোলন সংগ্রামে মাঠে ময়দানে বা দলের কার্যক্রমের সাথে সংশ্লিষ্টতা না থাকলেও দলীয় টিকিট পেতে হাই কমান্ডের নেতাদের দারস্ত হচ্ছেন বলে জানা গেছে৷
এ সমস্ত প্রার্থীর এলাকায় গ্রহন যোগ্যতা থাক আর না থাক, নৌকার টিকিট পাইলে অনেক অংশে চেয়ারম্যন হওয়াটা নিশ্চিত মনে করে, নৌকার টিকিট পেতে দৌড়ঝাপ করছেন তারা ৷
এদিকে
এলাকায় যাদের গ্রহন যোগ্যতা আছে, তারা দলের মনোনয়ন না পেলেও নির্বাচন করবেন বলে অভিমত ব্যক্ত করেছেন ৷ সে ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তারা ৷
উল্রেখ্য, গত ৩ মার্চ ২০২১ তারিখে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সারা বাংলাদেশের ৩৭১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়। আকবর হোসেন / সাতক্ষীরা ট্রিবিউন।