মোঃ আকবর হোসেন, তালাঃ
সাতক্ষীরা তালা মহান্দী গ্রামে শিশু খাদ্যে ভেজাল দেয়ার অভিযোগে উজ্জল ঘোষকে ৬ মাসের বিনাশ্রম কারা দন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত ৷ তালা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল কুদ্দুস এ আদেশ প্রদান করেন ৷ উজ্জল কুমার ঘোষ(৩৩) খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের বসুদেব ঘোষ এর পুত্র ৷
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার(২০ ফেব্রুয়ারী) দুপুর ১টা দিকে, নিজ বাড়ী হতে তাকে গ্রেফতার করা হয় ৷ এ সময় তার বাড়ী হতে দুধে মেশানোর জন্য ৩৬ কেজি গ্লুকোজ, ১০ কেজি সয়াবিন তৈল,১টি ব্লেন্ডার মেশিন এবং ৪৭০ কেজি ভেজাল দুধ উদ্ধার করা হয় ৷ ভোক্তা সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক তাকে এ সাজা প্রদান করা হয় ৷ সকল ভেজাল দ্রব্য বাজেয়াপ্ত করা হয়৷ উক্ত সময় উপস্হিত ছিলেন
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান,তালা উপজেলার স্যানিটারী ইনসপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শরিফ মোঃ আব্দুল মতিন প্রমুখ।