সাতক্ষীরা ট্রিবিউন: সাতক্ষীরায় দন্ত চিকিৎসায় জীবাণুমুক্তকরণের গুরুত্ব নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে লেক ভিউ যমুনা হলে। অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আবুল কালাম বাবলা।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দন্ত চিকিৎসক ডা. তাজনাহার। তিনি দন্ত চিকিৎসায় স্টেরিলাইজেশনের গুরুত্ব, রোগীর নিরাপত্তা ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় জেলার বিভিন্ন পর্যায়ের দন্ত চিকিৎসকরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এ ধরনের বৈজ্ঞানিক সেমিনার দন্ত চিকিৎসকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
পূর্ববর্তী পোস্ট
