”স্বপ্নগুলি সত্য করে তোলার অঙ্গীকার” নিয়ে ব্যাংকারদের সামাজিক সংগঠন ”ব্যাংকার্স ফ্যামিলি”এর পক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা অব্যাহত রয়েছে । অসহায়দের পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকলে দিনক্ষণ লাগে না। এর জন্য মনমানসিকতাই যথেষ্ট। প্রয়োজন শুধু এগিয়ে আসার। কতটুকু সামর্থ্য আছে সেটিও অনেক সময় বিবেচনায় আসে না। এর উৎকৃষ্ট উদাহরণ ”ব্যাংকার্স ফ্যামিলি”এর সদস্যবৃন্দ।
তারা তাদের বেতনের টাকা দিয়ে নীরবে-নিভৃতে প্রায়ই দরিদ্র দুস্থ ও অসহায়দের মাঝে কাজ করে যাচ্ছেন। দেশের দরিদ্র মানুষ যখন করোনা আতঙ্কে কর্মহীন হয়ে স্বভাবিক জীবনযাপনে হিমশিম খাচ্ছেন, ঠিক সেই মুহূর্তেও তাদের পাশে দাঁড়ালেন এই গ্রুপ। এখানে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারির মধ্য আয়ের ব্যক্তি আছেন যারা নিজেদের সংসারের মাসিক খরচ বাদে বাকি অর্থ দিয়ে সমাজের সুবিদাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের আনন্দ বলে জানান।
এই গ্রুপের চেয়ারম্যান জনাব জি,এম,মাসুদ ইকবাল রানা বলেন,দেশের এই দুর্দিনে আমাদের সামর্থের মধ্যে যতটুকু সম্ভব দরিদ্র দুস্থ ও অসহায়দের পাশে থাকার চেষ্টা করছি। বিত্তবানদেরও সামর্থ অনুযায়ী নিজ নিজ এলাকার হতদরিদ্রদের পাশে থাকা উচিৎ। তিনি আরো বলেন, দেশের নাজুক পরিস্থিতিতেও ”ব্যাংকার্স ফ্যামিলি” সমাজের সুবিদাবঞ্চিত মানুষের পাশে সাহায্য করার অগ্রগতি অব্যাহত রেখে চলেছে। ত্রাণ দেয়ার সময় সামাজিক দুরত্ব মেনে চলার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, লোক দেখানোর উদ্দেশ্যে না করে প্রকৃত অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যদ্রব্য পৌছে দেয়ার অনুরোধ করেন।
উল্লেখ,এই গ্রুপের সদস্যরা দেশের ঢাকা, চট্রগ্রাম, খুলনা, রাজশাহী, যশোর, সাতক্ষীরার বিভিন্ন এলাকায় শীত বস্ত্র বিতরণ,ফ্রি স্বাস্থ্যসেবা,সেলাই মেশিন প্রদান,অসহায় মুক্তিযোদ্ধা,এতিম, প্রতিবন্ধী ও মেধাবী দরিদ্র শিক্ষার্থী সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচীসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম করছেন তাদের এই কার্যক্রমকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয়ে ব্যাংকার পরিবারের সদস্যদের নিয়ে গড়ে তুলেছেন বি.বি.এফ.ফাউন্ডেশন।
প্রেস বিজ্ঞপ্তি।