নিজস্ব প্রতিনিধি: গণটিকা কার্যক্রমের আওতায় মহামারী করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ওমিক্রন সংক্রমন প্রতিরোধে ফাইজারের করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে দেবহাটা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮ হাজার শিক্ষার্থীকে। এসকল শিক্ষার্থীদের বেশিরভাগই ১২ থেকে ১৮ বছর বা তদোর্দ্ধ বয়সের। মঙ্গলবার, বুধবার ও সর্বশেষ বৃহষ্পতিবার ৭ হাজার ৭শ শিক্ষার্থী ভ্যাকসিন নিয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ। উপজেলার সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে টিকাকেন্দ্র স্থাপন করে তিনটি কলেজসহ প্রত্যেকটি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়ণরত শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়া হচ্ছে। বৃহষ্পতিবার বিকাল পর্যন্ত শিক্ষার্থীদের লাইনে দাড়িয়ে টিকা নিতে দেখা গেছে। সরকারি কেবিএ কলেজসহ অন্যান্য কেন্দ্র গুলোতে টিকা নিতে আসা শিক্ষার্থীদের চাপ সামলাতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের পাশাপাশি নিয়োজিত রয়েছেন আনসার সদস্যরা। টিকা কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করতে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে কর্তৃপক্ষের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করছেন ছাত্রলীগ নেতাকর্মীরাও। এছাড়া প্রতিনিয়ত পরিদর্শনসহ সার্বিক পরিস্থিতি মনিটরিং করছেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
পূর্ববর্তী পোস্ট