স্টাফ রিপোর্টার: অবশেষে দেবহাটায় ভাড়াটে লাঠিয়াল বাহিনী নিয়ে বিএনপিপন্থী জামাই ও সরকার দলীয় শ্বশুরের জবরদখলকৃত সরকারি জমি থেকে অবৈধ ঘেরাবেড়া ভেঙে দিয়েছে প্রশাসন। বুধবার বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশে বেলা ১২টার দিকে এসিল্যান্ড অফিসের কর্মচারী ও আনসার সদস্যরা উপজেলা সদরের ঐতিহ্যবাহী বনবিবি বটতলা এলাকায় গিয়ে জবরদখলকৃত ওই সরকারি জমি থেকে নাজিরের ঘের এলাকার প্রভাবশালী সাবেক শ্রমিকলীগ নেতা ইয়ামিন মোড়ল ও তার জামাতা দেবহাটা কলেজের বিএনপিপন্থী প্রভাষক ও কোঁড়া গ্রামের গফরান বিডিআর’র ছেলে জাফর ইকবালের দেয়া অবৈধ ঘেরাবেড়া ভেঙে দিয়ে জমিটি দখলমুক্ত করেন।
সম্প্রতি ওই সরকারি জমি দখলে নিতে স্থানীয় প্রশাসনকে ম্যানেজের জন্য দেবহাটা ফুটবলমাঠ এলাকার ২/৩ জন চিহ্নিত দালালের সাথে চুক্তিবদ্ধ হন প্রভাবশালী ইয়ামিন মোড়ল ও তার জামাতা জাফর ইকবাল। গত শনিবার সাতসকালে মেয়ের জামাই জাফর ইকবালের হয়ে নাজিরের ঘের এলাকা থেকে ৭০/৮০ জনের ভাড়াটে লাঠিয়াল বাহিনী নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে প্রায় ১০/১২ কিলোমিটার দূরের ওই সরকারি জমি জবরদখলে নিতে হামলে পড়েন শ্রমিকলীগ নেতা ইয়ামিন মোড়ল। এসময় স্থানীয়রা বাঁধা দিতে গেলে তাদেরকে খুন জখমেরও হুমকি দেন ওই জামাই-শ্বশুর। এঘটনার পরদিন দেবহাটা সদরের পুটে খাঁ’র ছেলে সাইফুল বাদী হয়ে জবর দখলকারীদের বিরুদ্ধে নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে অভিযুক্ত জামাই-শ্বশুর মিলে তাকেও ভিটেছাড়া করার হুমকি দেয়। বুধবার সরকারি জমি দখলের বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। দুপুরের মধ্যেই জবর দখলকৃত সরকারি জমি থেকে ভেঙে ফেলা হয় শ্বশুর ও জামাইয়ের দেয়া ঘেরাবেড়া।