স্টাফ রিপোর্টার: দেবহাটায় ডিজিটাল উদ্ভাবনী পমলা-২০২২ এবং ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দেবহাটা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, এলজিইডি প্রকৌশলী শোভন সরকার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, নির্বাচন অফিসার আলী সোহাল জুয়েল, যুব উন্নয়ন অফিসার আমিনুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, তথ্য অফিসার মৌসুমি খাতুন, আইডিয়ালের পরিচালক ডাঃ নজরুল ইসলাম, উত্তণের উপজেলা ম্যানেজার শফিকুল ইসলাম সহ বিভিন্ন বিদ্যালেয় শিক্ষকগণ ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। আগামী ১০ নভেম্বর দিন ব্যাপী উপজেলা মুক্তমঞ্চ চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলা এবং ১৪ ও ১৫ নভেম্বর বিজ্ঞান অলিম্পিয়াড মেলার প্রস্তুতি নেওয়া হয়।
পূর্ববর্তী পোস্ট