নিজস্ব প্রতিনিধি: দেবহাটার কুলিয়ায় মিজানুর রহমান নামের এক সাবেক ইউপি সদস্যকে একের পর এক মিথ্যা মামলায় ফাঁসানো এবং অপপ্রচারসহ তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্তের অভিযোগ উঠেছে সেখানকার বর্তমান ও নব-নির্বাচিত মেম্বার গোলাম রব্বানীর বিরুদ্ধে। ভুক্তভোগী মিজানুর রহমান কুলিয়ার তিন নম্বর ওয়ার্ড খাসখামার ও পুষ্পকাটির সাবেক ইউপি সদস্য। একনাগাড়ে ১০ বছর ইউপি সদস্য ছিলেন তিনি। মিজানুর রহমান বলেন, ২০১৬ সালের নির্বাচনে গোলাম রব্বানীর টাকার কাছে হেরে যাই আমি। এরপর থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে একে একে সে আমাকে ফেন্সিডিল, মারপিটসহ চারটি মিথ্যা মামলার আসামি বানিয়েছে। বিভিন্ন সময়ে আমাকে নিয়ে এলাকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর ও অপপ্রচার মুলোক তথ্য ছড়িয়ে দিচ্ছে। আমিসহ আমার গোটা পরিবার বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদিত কর্মী হওয়া স্বত্বেও বিভিন্ন সময়ে রব্বানী মেম্বার আমাকে জামায়াত বানাতে নাটক সাজিয়ে আসছে। কয়েক বছর আগে পুষ্পকাটিতে আমার মালিকানাধীন কৃষি জমির সাথে লাগোয়া বিসমিল্লাহ ব্রিকস নামের একটি ইটভাটা নির্মান করে রব্বানী ও তার ভাই আব্দুর রব। যার ফলে শুধু আমার জমি নয়, আশপাশের শতাধিক কৃষকের জমির ফষল নষ্ট হচ্ছে। এবারের নির্বাচনেও আমি মেম্বার পদে প্রতিদ্বন্দিতা করি। কিন্তু রব্বানী মেম্বারের পেশিশক্তি ও অবৈধ টাকার কাছে আমি পরাজিত হলে সে আবারো আমাকে বিভিন্ন মামলায় ফাঁসাতে মরিয়া হয়ে উঠেছে এবং আমার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার শুরু করেছে। বর্তমানে আমি এবং আমার পরিবার রব্বানী মেম্বরের ষড়যন্ত্রে অতিষ্ঠ হয়ে উঠেছি। তিনি মিথ্যা মামলা ও অব্যাহত ষড়যন্ত্র থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।
পূর্ববর্তী পোস্ট