আবু বক্কার সিদ্দিক দেবহাটা (সাতক্ষীরা):
বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জনাব এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আলহাজ্ব মুজিবর রহমান। এসময় তিনি বলেন, ‘শহিদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথকে অনুসরণ করে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সমাজ গড়তে পারলেই তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে। শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ হোক আমাদের ভবিষ্যৎ চলার পথের পাথেয়। বুদ্ধিজীবীদের আত্মত্যাগের পথ বেয়ে বাংলাদেশ জ্ঞানভিত্তিক, প্রঙ্গাময় সুখী-সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত হোক, শহীদ বুদ্ধিজীবী দিবসে-এ প্রত্যাশা করি।’ ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ আমাদের জাতীয় জীবনে এক কালো অধ্যায়। স্বাধীনতার ঊষালগ্নে স্বাধীনতা বিরোধী অপশক্তি তাদের পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্রে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করে। শহীদ বুদ্ধিজীবীদের মহান ত্যাগকে স্মরণ করে ক্ষুধা, দারিদ্র ও নিরক্ষরতামুক্ত জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
এসময় বক্তব্য রাখেন,উপজেলা ডেপুটি কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ বীর মুক্তিযোদ্ধা জনাব ইয়াছিন আলী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মো: মনিরুজ্জামান মনি,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব জি এম স্পর্শ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শাহজান আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব শেখ ফারুক হোসেন রতন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আলি মোর্তজা আনারুল হক,মুক্তিযোদ্ধা বৃন্দ ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।