নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে দেবহাটা উপজেলার ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুরা ফাইজারের ২য় ডোজ টিকা নিতে পারবেন বৃহষ্পতিবার (৩১ মার্চ)। এপর্যন্ত যেসব শিশুরা ফাইজারের ১ম ডোজ টিকা নিয়েছেন, তারা বৃহষ্পতিবার উপজেলার নির্ধারিত দুটি টিকা কেন্দ্র সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ ও পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে সহজেই নিতে পারবেন ২য় ডোজের টিকা। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধায়ক ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ। তিনি গণমাধ্যমকে বলেন, সর্বশেষ ২৬ ফেব্রুয়ারি করোনা ভাইরাস প্রতিরোধক ফাইজারের প্রথম ডোজ টিকা দেয়া হয়েছিল উপজেলার ১২-১৭ বছর বয়সী শিশুদের। এবার প্রথম ডোজ টিকা নেয়া এসব শিশুদের ২য় ডোজ টিকা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। বৃহষ্পতিবার সকাল ৯টা থেকে সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ ও পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয় টিকা কেন্দ্রে গিয়ে ২য় ডোজ টিকা নেয়ার জন্য এসব শিশু ও তাদের অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।