স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সাতক্ষীরার নবাগত সিভিল সার্জন ডা. শেখ সুফিয়ান রুস্তম। সম্প্রতি সাতক্ষীরা জেলায় যোগদানের পর প্রথম বারের মতো বৃহষ্পতিবার সকালে তিনি দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, আবাসিক মেডিকেল অফিসার ডা. সাকিব হাসান বাঁধনসহ হাসপাতাল কর্তৃপক্ষ নবাগত সিভিল সার্জনকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। পরে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড, জরুরী বিভাগ ঘুরে দেখেন সিভিল সার্জন সুফিয়ান রুস্তম। এসময় তিনি চিকিৎসা সেবাসহ হাসপাতালের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন ও হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য নানামুখি পরামর্শ দেন।