নিজস্ব প্রতিনিধি: দেবহাটার দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মুল গেটের পাশে সাতক্ষীরা-কালীগঞ্চ মহাসড়কের পার্শ্বস্থ সরকারি জমি সুকৌশলে দখলসহ অবৈধ স্থাপনা নির্মানের পায়তারা করছে জমাত আলী গাজী নামের এক ব্যাক্তি। তিনি স্থানীয় বাসিন্দা ও মৃত গহর আলীর ছেলে। এলাকাবাসী জানায়, দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রবেশের মুল গেইট থেকে কিছুটা দূরে জগন্নাথপুর মৌজার ১ ও ২ দাগে জমাত আলী গাজীর রেকর্ডিয় কিছু জমি রয়েছে। অথচ জমাত আলী ক্রমশ তার রেকর্ডিয় জমির সাথে সাথে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের গা থেকে তার জমির আগ পর্যন্ত বিস্তৃর্ন খাস জমি বেড়া দিয়ে ঘিরে দখল করে নিয়েছেন। এখন সরকারি ওই জমিতে পাকা দোকান ঘর নির্মানের মাধ্যমে গোটা জমিটি পুরোপুরি নিজের দখলে নিতে পায়তারা করছে সে। ইতোমধ্যেই দোকান নির্মানের জন্য সরকারি জমিটিতে মাটি ভরাট করে তার পাশেই কংক্রিটের নির্মান সামগ্রী প্রস্তুত করে রেখেছে। জরুরি ভিত্তিতে তার বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপ না নিলে দু’এক দিনের মধ্যেই সরকারি ওই জমিতে কংক্রিটের স্থাপনা নির্মান কাজ শুরু হবে বলেও অভিযোগে জানান স্থানীয়রা। এব্যাপারে অভিযুক্ত জামাত আলীর কাছে জানতে চাইলে তিনি জমি দখলসহ কংক্রিটের দোকান নির্মানের প্রস্তুতির সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি জমিতে আশেপাশে সবাই দোকান বা ঘর বানাচ্ছে বলে আমিও দোকান বানানোর প্রস্তুতি নিয়েছি।
পূর্ববর্তী পোস্ট